2017 Medicine Nobel Prize for work on biological clocks

Posted by & filed under .

Three Americans Jeffrey Hall, Michael Rosbash and Michael Young awarded for their discoveries of molecular mechanisms controlling our biological clocks. Mr. Rosbash is on the faculty at Brandeis University, Mr. Young is at Rockefeller University and Mr. Hall has been associated with the University of Maine.

মানবদেহ যেভাবে সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করে সেই ‘বডি ক্লক’-এর রহস্য উদ্ঘাটনের জন্য তিনজন বিজ্ঞানীকে চলতি বছর মেডিসিনে নোবেল পুরষ্কার দেয়া হয়েছে। এই তিনজন মার্কিন বিজ্ঞানী হলেন জেফ্রি হল, মাইকেল রসবাস এবং মাইকেল ইয়ঙ। সারকাডিয়ান রিদম নামে পরিচিত এই দেহ ঘড়ি পৃথিবীর ঘূর্ণনের সাথে তাল রক্ষা করে এবং মানবদেহের দৈনন্দিন কাজের সঙ্গে এর গভীর যোগাযোগ রয়েছে।