68th National Film Awards 2022

Posted by & filed under .

৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিরা ২০২০ সালের জন্য বিজয়ীদের নাম আজ ঘোষণা করেছেন। মধ্যপ্রদেশ শ্রেষ্ঠ চলচ্চিত্র বান্ধব রাজ্যের পুরস্কার জিতেছে। উত্তরাখন্ড এবং উত্তরপ্রদেশ পেয়েছে বিশেষ পুরস্কার। ২০২০র জন্য বেস্ট বুক অন সিনেমা বিভাগে পুরস্কার জিতেছেন কিশওয়ার দেশাইয়ের ‘দ্য লংগেস্ট কিস’। মালয়ালম ছবি ‘এম টি অনুনাভাঙ্গালুরে পুস্তকম’ এবং ওড়িয়া ছবি ‘কালি পাইনে কলিরা সিনেমা’ বিশেষ সম্মান পায়। সুরিয়া এবং অজয় দেবগন যুগ্মভাবে সেরা অভিনেতার সম্মান জিতেছেন। অপর্ণা বালমুরালি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা মহিলা কণ্ঠশিল্পীর পুরস্কার জিতেছেন নানচাম্মা। সেরা পুরুষ কণ্ঠশিল্পীর রাহুল দেশপান্ডে। তানাজি দ্য আনসাং ওয়ারিয়ার জিতে নিয়েছে সামগ্রিক জনপ্রিয়তার জন্য সেরার খেতাব। মালয়ালম ছবি এ কে আয়াপ্পানুম কোশিওম ছবিটির জন্য সেরা নির্দেশকের পুরস্কার পেয়েছেন সচ্চিদানন্দন কে আর। সামাজিক বিষয়ে সেরা সিনেমার খেতাব যুগ্মভাবে পেয়েছে বাংলা ছবি থ্রি সিস্টার্স ও হিন্দি ছবি জাস্টিস ডিলেড বাট ডেলিভার্ড। সেরা বাংলা সিনেমার শিরোপা পেলো অভিযাত্রিক। এই সিনেমাটি সেরা চলচ্চিত্রায়ন বিভাগেও পুরস্কার জিতেছে।

Read the Winner List