২৬তম জাতীয় যুব (26th Youth Festival)

Posted by & filed under .

১২ই জানুয়ারি কর্ণাটকের হুব্বলিতে ২৬তম জাতীয় যুব উৎসব উদযাপন করা হয়। এটি উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শ্রী নারেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর আদর্শ, শিক্ষা ও অবদানকে স্বীকৃতি দিতে জাতীয় যুব দিবসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

জাতীয় যুব উৎসবে প্রতি বছর আমাদের যুবক-যুবতীরা জাতীয় স্তরে তাঁদের প্রতিভার প্রদর্শন করেন। দেশ গড়ার কাজে তাঁদের প্রতিভাকে কাজে লাগানোই এই উৎসবের অন্যতম লক্ষ্য। ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ ভাবনায় দেশের প্রতিটি অঞ্চলের সংস্কৃতিকে একটি অভিন্ন মঞ্চে উপস্থাপিত করা হয়। এ বছর ১২-১৬ জানুয়ারি কর্ণাটকের হুব্বালি – ধারওয়াড়ে এই অনুষ্ঠানগুলির আয়োজন করা হয়। এবারের যুব উৎসবের মূল ভাবনা ‘বিকশিত যুব – বিকশিত ভারত’

উৎসবে যুব সম্মেলন ছাড়াও ৫টি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ অধিবেশনের আয়োজন করা হয়েছিল। জি-২০ এবং ওয়াই-২০ সম্মেলনের অঙ্গ হিসাবে সংশ্লিষ্ট অধিবেশনগুলিতে বিভিন্ন ক্ষেত্রের কাজ, শিল্প ও উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, শান্তি এবং সকলের ভবিষ্যৎ – এই পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করা হয়।