After Moon and Mars, India sights science goals on Venus

Posted by & filed under , .

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভেনাস অরবিটার মিশনের অনুমোদন দেওয়া হয়েছে। এরফলে চাঁদ এবং মঙ্গলগ্রহের পর পৃথিবীর খুব কাছে থাকা শুক্র গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ করা যাবে। শুক্রের সঙ্গে পৃথিবীর বহু ক্ষেত্রে মিল আছে। এই গ্রহ সম্পর্কে আরও তথ্য এই মিশনের মাধ্যমে আহরণ করা সম্ভব হবে। 

ভেনাস অরবিটার মিশন বা ভিওএম-এর মাধ্যম শুক্র গ্রহের পৃষ্ঠদেশ, আবহাওয়া এবং সূর্যের এই গ্রহের ওপর প্রভাব সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করা যাবে। ধারণা করা হয় শুক্র গ্রহ একসময় বসবাসযোগ্য ছিল। ইসরো এই প্রকল্পের জন্য ব্যবহৃত মহাকাশ যান তৈরির দায়িত্বে থাকবে। প্রকল্প থেকে প্রাপ্ত তথ্য বিজ্ঞান জগতকে সরবরাহ করা হবে।

২০২৮ সালের মার্চ মাসে এই মিশন বহু তথ্য সরবরাহ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পে ব্যবহৃত মহাকাশ যান এবং উৎক্ষেপক যন্ত্রটি বিভিন্ন শিল্প সংস্থার সাহায্যে তৈরি করা হবে। এরফলে দেশে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। ভিওএম বাস্তবায়নের জন্য ১২৩৬ কোটি টাকার তহবিল অনুমোদিত হয়েছে। এরমধ্যে মহাকাশ যান নির্মাণে ব্যয় হবে ৮২৪ কোটি টাকা।