বিভিন্ন খেলা ও খেলার সাথে যুক্ত ট্রফি (Trophies associated with various Games and Sports)

Posted by & filed under .

Trophies associated with various Games and Sports
খেলাধুলা (Sports)খেলার সাথে যুক্ত ট্রফি (Trophies)
এয়ার রেসিংজওহরলাল চ্যালেঞ্জ ট্রফি, কিংস কাপ, বিশ্বকাপ।
তীরন্দাজফেডারেশন কাপ
অ্যাথলেটিক্সচারমিনার ট্রফি, ফেডারেশন কাপ, বিশ্বকাপ।
ব্যাডমিন্টনআগরওয়াল কাপ, অমৃত দিওয়ান কাপ, এশিয়া কাপ, অস্ট্রেলিয়া কাপ, চাদা কাপ, ইউরোপিয়ান কাপ, হরিলেলা কাপ, ইব্রাহিম রহিমাতুল্লা চ্যালেঞ্জ কাপ, কোনিকা কাপ, নার্ন কাপ, সোফিয়া কিতিয়াকারা কাপ, কোনিকা কাপ, এসআর রুইয়া কাপ, থমাস কাপ, টুঙ্কু আব্দুল রহমান কাপ, উবের কাপ, বিশ্বকাপ, ইয়োনেক্স কাপ।
বাস্কেটবলবাসালত ঝা ট্রফি, বি. সি. গুপ্তা ট্রফি, ফেডারেশন কাপ, এস.এম. অর্জুন রাজা ট্রফি, টড মেমোরিয়াল ট্রফি, উইলিয়াম জোন্স কাপ।
বিলিয়ার্ডসআর্থার ওয়াকার ট্রফি, থমাস কাপ।
বোট রোয়িংআমেরিকান কাপ (ইয়ট রেসিং), ওয়েলিংটন ট্রফি (ভারত)।
বক্সিংএসপি আদজাহিয়া ট্রফি, ফেডারেশন কাপ, ভ্যাল আইবেকার ট্রফি।
ব্রিজবাসালত ঝা ট্রফি, হোলকার ট্রফি, রুইয়া গোল্ড কাপ, সিঙ্গানিয়া ট্রফি।
দাবানাইডু ট্রফি, খৈতান ট্রফি, লিমকা ট্রফি, লিনারেস সিটি ট্রফি, বিশ্বকাপ।
ক্রিকেটঅ্যান্টনি ডি’মেলো ট্রফি, অ্যাশেজ, এশিয়া কাপ, বেনসন অ্যান্ড হেজেস কাপ, বোস ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি, চারমিনার চ্যালেঞ্জ কাপ, সি কে নাইডু ট্রফি, কোচ-বিহার ট্রফি, দেওধর ট্রফি, দুলিপ ট্রফি, গাভাস্কার-বর্ডার ট্রফি, দুলিপ ট্রফি, জিডি বিড়লা ট্রফি, জিলেট কাপ, গুলাম আহমেদ ট্রফি, হাকুমত রাই ট্রফি, আইসিসি বিশ্বকাপ, ইন্টারফেস কাপ, ইরানি ট্রফি, জওহরলাল নেহরু কাপ, লম্বার্ড ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ, ম্যাকডওয়েলস চ্যালেঞ্জ কাপ, মার্চেন্ট ট্রফি, মইন-উদ-দৌলা কাপ, ন্যাটওয়েস্ট ট্রফি, প্রুডেনশিয়াল কাপ (বিশ্বকাপ), রানী ঝাঁসি ট্রফি, রঞ্জি ট্রফি, রোহিন্টন বাড়িয়া ট্রফি, রথম্যানস কাপ, সাহারা কাপ, শারজাহ কাপ, শীশ মহল ট্রফি, শেফিল্ড শিল্ড, সিঙ্গার কাপ, স্যার ফ্রাঙ্ক ওয়ারেল ট্রফি, টেক্সাকো কাপ, টাইটান কাপ, বিজয় হাজারে ট্রফি, বিজয় মার্চেন্ট ট্রফি, ভিজি ট্রফি, উইজডেন ট্রফি, উইলস ট্রফি, ওয়ার্ল্ড সিরিজ কাপ।
ফুটবলআফ্রিকান ন্যাটনস কাপ, এয়ারলাইন্স কাপ, আমেরিকা কাপ, এশিয়া কাপ, এশিয়ান উইমেন কাপ, বন্দোদকর ট্রফি, বি.সি. রয় ট্রফি, বেগম হযরত মহল কাপ, দ্বিশতবর্ষ গোল্ড কাপ, বিল্ট কাপ, বোর্দোলোই ট্রফি, কলম্বো কাপ, কনফেডারেশন কাপ, ডিসিএম কাপ, ডুরান্ড কাপ, ইউরোপিয়ান কাপ, এফএ কাপ, ফেডারেশন কাপ, জি.ভি. রাজা মেমোরিয়াল ট্রফি, গোল্ড কাপ, গভর্নর কাপ, গ্রীক কাপ, গ্রেট ওয়াল কাপ, আইএফএ শিল্ড, স্বাধীনতা দিবস কাপ, ইন্দিরা গান্ধী ট্রফি, আন্তঃমহাদেশীয় কাপ, জওহরলাল নেহরু গোল্ড কাপ, জুলুস রিমেট ট্রফি, কলিঙ্গা কাপ, কিংস কাপ, কিরিন কাপ, লাল বাহাদুর শাস্ত্রী ট্রফি, ম্যাকডওয়েল কাপ, মেরডেকা কাপ, নাগজি ট্রফি, নাইদুনিয়া ট্রফি, নেশন্স কাপ, এনএফএল ট্রফি, নেহেরু গোল্ড কাপ, নিজাম গোল্ড কাপ, রাঘবীর সিং মেমোরিয়াল কাপ, রাজীব গান্ধী ট্রফি, রোভার্স কাপ, সঞ্জয় গোল্ড কাপ, সন্তোষ ট্রফি, সিজার কাপ, স্যার আশুতোষ মুখার্জি ট্রফি, স্টাফোর্ড কাপ, সুব্রতো কাপ, সুপারকাপ ট্রফি, টড মেমোরিয়াল ট্রফি, উয়েফা কাপ, ইউএস কাপ, ভিটাল ট্রফি, উইনারস কাপ, বিশ্বকাপ।
গলফকানাডা কাপ, আইজেনহাওয়ার ট্রফি, ইন্টার-কন্টিনেন্টাল কাপ, মেকিয়ং এলজি ফ্যাশন ওপেন ট্রফি, মুথিয়া গোল্ড কাপ, নোমুরা ট্রফি, প্যারালামদি ট্রফি, প্রেসিডেন্ট ট্রফি, প্রিন্স অফ ওয়েলস কাপ, রাইডার কাপ, সোলহেইম কাপ, টপোলিনো ট্রফি, ওয়াকার কাপ, ওয়াটারফোর্ড ক্রিস্টাল ট্রফি , বিশ্বকাপ.
হকিআগা খান কাপ, অলউইন এশিয়া কাপ, আজলান শাহ কাপ, বেইটন কাপ, ভীম সাইন ট্রফি, বিএমডব্লিউ ট্রফি, বোম্বে গোল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ক্লার্ক ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি, এসান্দা চ্যাম্পিয়ন্স কাপ, ইউরোপিয়ান নেশনস কাপ, গুরমিত ট্রফি, গুরু নানক কাপ , জ্ঞানবতী দেবী ট্রফি, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ, খান আব্দুল গফ্ফার খান কাপ, কুপ্পুস্বামী নাইডু কাপ, লেডি রতন টাটা কাপ (মহিলা), লাল বাহাদুর শাস্ত্রী কাপ, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, মোদি গোল্ড কাপ, মুরুগাপ্পা গোল্ড কাপ, নেহেরু ট্রফি, ওবায়দুল্লাহ গোল্ড কাপ, প্রধানমন্ত্রী গোল্ড কাপ, রঙ্গস্বামী কাপ, রঞ্জিত সিং গোল্ড কাপ, রেনে ফ্রাঙ্ক ট্রফি, সঞ্জয় গান্ধী ট্রফি, সিন্ধিয়া গোল্ড কাপ, শ্রীরাম ট্রফি, টুঙ্কু আবদুল রাজাক কাপ, ওয়েলিংটন কাপ, বিশ্বকাপ, যাদবীন্দ্র কাপ।
ঘোড়দৌড়বেরেসফোর্ড কাপ, ব্লু রিব্যান্ড, ডার্বি, গ্র্যান্ড নাশনাল কাপ।
রাগবি ফুটবলব্লেডিস্লো কাপ; কলকাতা কাপ, ওয়েব এলিস ট্রফি।
টেবিল টেনিসএশিয়ান কাপ, বার্না বেলক কাপ, করবিলিয়ন কাপ (মহিলা), ইলেকট্রা গোল্ড কাপ, গ্যাসপার-গিয়েস্ট প্রাইজ, গ্র্যান্ড প্রিক্স, জয়লক্ষ্মী কাপ (মহিলা), কমলা রামানুঞ্জন কাপ, মার্সেল করবিলন কাপ, পিঠাপুরম কাপ (পুরুষ), সোয়েথলিং কাপ (পুরুষ) , ট্রাভাঙ্কোর কাপ (মহিলা), উ থান্ট কাপ, বিশ্বকাপ।
টেনিসঅ্যামব্রে সোলেয়ার কাপ, এ টিএন্ডটি কাপ, চ্যাম্পিয়ন্স কাপ, এটিপি প্রেসিডেন্ট কাপ, ডেভিস কাপ, ড. রাজেন্দ্র প্রসাদ কাপ, এজবাস্টন কাপ, এভার্ট কাপ, ফেডারেশন কাপ, গফর কাপ, গ্র্যান্ড প্রিক্স, গ্র্যান্ড স্ল্যাম কাপ, নেশনস কাপ, ওয়াটসনের ওয়াটার ট্রফি , উইটম্যান কাপ, উইম্বলডন ট্রফি, বিশ্বকাপ, বিশ্বকাপ টিম কাপ।
ভলিবলশতবর্ষ কাপ, ফেডারেশন কাপ, ইন্দিরা প্রধান ট্রফি, শিবন্তী গোল্ডকাপ, বিশ্বকাপ, ওয়ার্ল্ড লিগ কাপ।
READ THIS ARTICLE IN ENGLISH