Cabinet approves Ayodhya Airport as an International Airport

Posted by & filed under , .

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ অযোধ্যা বিমানন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে এবং এর নামকরণ করা হয়েছে “মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানন্দর, অযোধ্যাধাম”। 

অযোধ্যার আর্থিক সম্ভাবনা এবং বিদেশী তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য দ্বার খুলে যাওয়ায় আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসেবে এর গুরুত্ব উপলব্ধি করেই অযোধ্যা বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদাদান বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

রামায়ণের স্রষ্টার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে “মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানন্দর, অযোধ্যাধাম”, যার মাধ্যমে বিমানবন্দরের স্বকীয়তায় সাংস্কৃতিক ছোঁয়া যুক্ত হয়েছে।

গভীর সাংস্কৃতিক ঐতিহ্যসম্পন্ন শহর অযোধ্যার কৌশলগত অবস্থান একটি প্রধান অর্থনৈতিক হাব এবং তীর্থক্ষেত্র হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ঐতিহাসিক এই শহরে বিশ্বের বিভিন্ন প্রান্তের তীর্থযাত্রীদের আকর্ষণ করা এবং বাণিজ্যের ক্ষেত্রে এই বিমানবন্দর বিশেষ ভূমিকা নিতে পারে।