সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আইসিসি-র প্রথম চেয়ারম্যান হিসাবে এন শ্রীনিবাসনের নামেই সিলমোহর দিল বিসিসিআই। মেলবোর্নে অনুষ্ঠিত বিশ্ব ক্রিকেটের বার্ষিক সভায় ৫২ সদস্যের শ্রীনিকেই প্রথম চেয়ারম্যান হিসাবে স্বীকৃতি দিল।
আইপিএল-এর স্পট ফিক্সিং-এ তাঁর নাম জড়িয়ে যাওয়ায় বোর্ড সভাপতির দৈনন্দিন কাজ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। কিন্তু শ্রীনিবাসনের আইসিসি-তে যাওয়ার উপর কোনওরকম নিষেধাজ্ঞা জারি করেনি শীর্ষ আদালত।
N. Srinivasan was on 26th June 2014 formally appointed the first chairman of the ICC after its 52-member council approved a controversial revamp of the body’s administrative structure.
The full council approved the amendments to the ICC’s Memorandum and Articles of Association at the Annual Conference, in Melbourne.
As was widely known before the conference, Srinivasan was elected the chairman despite being barred by the Supreme Court of India from carrying out his duties as BCCI president due to ongoing investigations into the match-fixing allegations relating to the 2013 edition of the IPL.